শক্তি হারিয়ে দুর্বল নিম্নচাপ, আবহাওয়ার কিছুটা উন্নতি হবে, ফের বৃষ্টি বাড়বে কবে থেকে? জেনে নিন
দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে আজ, শুক্রবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার- এই চার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। ভারী বৃষ্টি হবে কোচবিহার জেলাতেও।
বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে মালদহ ও দুই দিনাজপুরে। দক্ষিণবঙ্গে উপকূলের জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই আবহাওয়ার উন্নতি হবে। উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি থাকতে পারে।সোমবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে এবং আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার থেকে ফের রাজ্যে বৃষ্টির আশঙ্কা।
আজ, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৫ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ৩৮.৬ মিলিমিটার।