শান্তনু সেনকে পদ থেকে সরানোর আর্জি! স্বাস্থ্যভবনে চিঠি সুদীপ্ত রায়ের
ডাঃ শান্তনু সেনকে পদ থেকে সরানোর আর্জি জানিয়ে স্বাস্থ্যভবনে চিঠি গেল। আর সেই চিঠি কোনও জুনিয়র ডাক্তারদের সংগঠন নয়, পাঠিয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়। দ্রুত শান্তনুকে সরিয়ে তাঁর জায়গায় যোগ্য কাউকে পদে আনার আর্জি জানিয়েছেন তিনি। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের মনোনীত সদস্য শান্তনু সেন। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের একাধিক বৈঠকে গরহাজির ছিলেন। কারণ না দেখিয়েই শেষ ৩টি বৈঠকে আসেননি শান্তনু। এইভাবে ৬টি বৈঠকে গরহাজির থাকায় মেডিক্যাল কাউন্সিলের আইন অনুযায়ী ওই পদটি এখন ফাঁকা। তাই শান্তনুর জায়গায় অন্য কাউকে নিয়ে আসার আর্জি জানিয়েছেন সুদীপ্ত সেন।
স্বাস্থ্যভবনে চিঠি দিয়ে তৃণমূলের চিকিৎসক নেতা তথা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতির আবেদন, শান্তনুর জায়গায় ওই পদে নতুন কাউকে মনোনীত করা হোক। স্বাস্থ্যভবনে পাঠানো চিঠিতে শান্তনু সেন কবে কবে কাউন্সিল বৈঠকে অনুপস্থিত ছিলেন সেটাও বিস্তারিতভাবে উল্লেখ করেছেন সুদীপ্ত সেন। শান্তনু ছাড়াও কাউন্সিলের বাকি দুই সদস্য হলেন নির্মল মাঝি এবং সৌরভ পাল।
কয়েক মাস আগেই আরজি কর হাসপাতালের দুর্নীতির তদন্তে তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়কে তলব করেছিল ইডি। জানা গেছে, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অনেকে ৫০ হাজার টাকা করে পেতেন! কেন, কীসের টাকা ছিল ওটা সেই বিষয়ে সুদীপ্ত রায়কে প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে সুদীপ্ত জানিয়েছিলেন, অ্যালাউন্সের টাকা ছিল। যারা চাকরি করে না বা অন্যভাবে উপার্জন করে না, এমন তিনজন পেয়েছে বলে তিনি শুনেছেন।
দুর্নীতির ইস্যুতেই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কলকাতা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তিনিই এখন শান্তনু সেনকে মেডিক্যাল কাউন্সিল থেকে সরাতে উদ্যত হলেন।