শিক্ষক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর চাঞ্চল্যকর সওয়াল কলকাতা হাইকোর্টে
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত শুনানিতে কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে চাঞ্চল্যকর সওয়াল করেছেন তাঁর আইনজীবী। বৃহস্পতিবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, “শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে কোনও যোগই নেই পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআই এই দুর্নীতি সম্পর্কে যথাযথ প্রমাণ পেশ করতে পারেনি।”
আইনজীবী আরও জানান, এসএসসি শিক্ষক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রত্যেককে জামিন দেওয়ার দাবি জানানো হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে, যেখানে সিবিআই তাদের পাল্টা সওয়াল করবে। সিবিআই এই দিন খুবই সংক্ষিপ্ত সওয়াল করেছে, তাদের আইনজীবী “কিং মেকার পার্থ চট্টোপাধ্যায়” আখ্যা দিয়ে আদালতে বক্তব্য রাখেন। তবে, সিবিআইয়ের সওয়াল ছিল মাত্র কয়েকটি লাইন।
এদিকে, গত সপ্তাহে সুপ্রিম কোর্টের পর বিশেষ সিবিআই আদালত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ভর্ৎসনা করে বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলা কোন আদালতে হবে, তা নির্ধারণ করার এক্তিয়ার আপনাকে কে দিল?”— এই মর্মে আইনজীবীকে সতর্ক করেন বিচারক।
বৃহস্পতিবার বিচার ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতকে জানান, যেহেতু সিবিআইয়ের মামলাটি এখনও ইডি’র আর্জি মোতাবেক অন্য আদালতে স্থানান্তরিত হয়নি, সুতরাং ওই এক আদালতে মামলাটি চালিয়ে যেতে পারা উচিত
+ There are no comments
Add yours