শিক্ষিকার আত্মহত্যায় স্কুলের দুর্নীতি ও ‘থ্রেট কালচার’ প্রতিরোধের দাবিতে ডানলপ মোড় অবরোধ
গত ৫ ডিসেম্বর, ৫৮ বছর বয়সি শিক্ষিকা জসবীর কৌর আত্মহত্যা করেন ভিডিও বার্তায় স্কুলের দুর্নীতি নিয়ে সরব হওয়ার পর। তাঁর পরিবার অভিযোগ করেছে যে স্কুল পরিচালন সমিতির দুর্নীতি ও প্রিন্সিপালের নেতৃত্বে চলা ‘থ্রেট কালচার’ শিক্ষিকাকে হেনস্তা করার কারণ হয়ে উঠেছিল। পরিবারের অভিযোগ, এই পরিস্থিতির পরিণতিতে বাধ্য হয়ে জসবীর নিজেকে শেষ করে দেন।
জসবীর কৌর, যিনি দক্ষিণেশ্বর থানার বরানগর মাতৃমন্দির লেনে বাস করতেন, ডানলপ ব্রিজ সংলগ্ন খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে কিন্ডারগার্টেন সেকশনের শিক্ষিকা ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে, পরিবারের সদস্যরা শনিবার ডানলপ মোড় অবরোধ করে শিক্ষিকার সুবিচার দাবি করেন। তাঁরা জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত দোষীদের শাস্তি না দেওয়া হয়, ততক্ষণ অবরোধ চলবে।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত তদন্তে নেমেছে এবং মৃত শিক্ষিকার পরিবার আদালতের সহায়তা চেয়েছে সঠিক তদন্ত ও বিচারের দাবিতে। ডানলপ মোড়ের অবরোধের ফলে যে তীব্র যানজট তৈরি হয়েছে, সেই কারণেও বিক্ষোভকারীরা তাদের অবস্থান তুলে নেবেন না বলে জানিয়েছেন, যতক্ষণ না দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
+ There are no comments
Add yours