শিলাবতীর জলে ভাসছে ঘাটাল। নৌকায় চলছে যাতায়াত
#Ghatala#Shilabati#Flood#WaterCrisis#Struggles#BoatTravel#PrePuja#GhatalaMasterPlan#ReliefCamp#Waterlogged#PublicLife#Disaster#Monsoon#RiverWater#Flooding#DurgaPuja#Commute#Trinamool#BJP#LokSabhaElections#Ghatal#Flood#Midnapore#Rain#WestBengal#asianews#asianewslive
প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বরে প্লাবিত হয় ঘাটাল।লোকসভা নির্বাচনে ঘাটাল মাস্টার প্ল্যান ছিল মূল্য ইস্যু। তৃণমূল – বিজেপির দুই তারকার প্রার্থী হাড্ডাহাডি লড়াই হয় এই ইস্যু ঘিরেই। লোকসভা ভোটের দুমাস পরে ঘাটালবাসী জলযন্ত্রনা কমল না। পুজোর মুখে শিলাবতী নদীর জল বাড়াল প্লাবিত হল ঘাটাল পুরএলাকা। জলে ডুবল রাস্তাঘাট। সেই নৌকা বা ডিঙি করে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এই ভাবে দুর্ভোগ পুহিয়ে জনজীবন সচল রাখতে হচ্ছে।দ্বারকেশ্বর, শিলাবতী, রূপনারায়ণ তীরবর্তী এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। তখন বাসিন্দারা ত্রাণ শিবির বা পাকা বাড়ির ছাদে আশ্রয় নেন। নদীর জল না নামা পর্যন্ত দুর্ভোগ চলতেই থাকে। ঘাটালবাসীর দীর্ঘদিনের বন্যা সমস্যা দূর করতেই তৈরি হয় ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু় কাজ তেমন শুরু হয়নি। ফলে জনজীবনে যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে গেছে।এবারও একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। দুর্গা পূজোর মুখে শিলাবতী নদীর জল বাড়ায় জলযন্ত্রনা ভোগ করতে হচ্ছে। ঘাটাল পুরএলাকার রাস্তাঘাট নদীর জল ডুবেছে। বাসিন্দাদের নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত করতে হচ্ছে।
ঘাটাল পুরসভার ৫, ৯, ১০ নম্বর ওয়ার্ড এখন পুরোপুরি জলের তলায়। বাড়িতে জল জমায়, এখন অনেকেই পাকাবাড়ি ছাদে বা দোতলায় আশ্রয় নিয়েছেন। কয়েকদিন আগেও শিলাবতী নদীর জল বেড়েছিল। প্লাবিত হয়েছিল এলাকা। তবে সেই জল কমেও গিয়েছিল। ঘাটাল পুরএলাকার বাসিন্দা জানান , “ছোটোখাটো বন্যা তো হয়ে থাকে এখানে। কয়েকদিন আগে নদীর জলে ডুবেছিল এলাকা। আবার পুজো মুখে হল। যাতায়াতে সমস্যা হচ্ছে। ডিঙি, নৌকা ছাড়া গতি নেই।