শীতের দুপুরে তপসিয়ায় ভয়াবহ আগুন, ঘরছাড়া ১২০ পরিবার, ত্রাণশিবির খোলার সিদ্ধান্ত রাজ্যের
শীতের দুপুরে আচমকা আগুনের তাপে তপসিয়ায় প্রায় ১২০টি পরিবার হয়ে পড়েছে ঘরছাড়া। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে বাড়ির সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনী চেষ্টা চালালেও আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা সময় লাগে। ঘরবাড়ি, সংসারের শেষ সম্বল বাঁচানোর জন্য তীব্র চেষ্টা করেও কিছুই করা সম্ভব হয়নি। কিছু ক্ষতিগ্রস্তরা শুধু গামলা নিয়ে বেরিয়েছেন, আবার কেউ হাতে ফ্রিজ নিয়ে পালিয়েছেন। আগুনের তাণ্ডব দেখে বহু মানুষ কান্নায় ভেঙে পড়েন, পরিস্থিতি ছিল সঙ্গীন।পুড়ে গেছে অনেকের সাধের স্কুটার, বাড়ি এবং জীবনের সমস্ত কিছু। ধ্বংসস্তূপের মধ্যে কেবল হাহাকার, আর একমাত্র আশ্রয় চাইছেন এই বিপদগ্রস্ত মানুষরা। রাতের শীতে মাথা গুঁজবেন কোথায়, তা নিয়ে রয়েছেন অন্ধকারে। রাজ্য সরকার ইতিমধ্যে দুর্গতদের জন্য তিনটি ত্রাণশিবির খোলার সিদ্ধান্ত নিয়েছে। এই ত্রাণশিবিরগুলোতে আশ্রয় নেওয়া হবে ক্ষতিগ্রস্তদের। রাজ্য সরকারের সহায়তা ছাড়া, তাদের পুনর্গঠন সম্ভব নয়, এমনটাই জানাচ্ছেন ক্ষতিগ্রস্তরা
+ There are no comments
Add yours