শীতের শহরে সঙ্গীতের আসর : ১৭তম ভারত সংস্কৃতি উৎসব শুরু হতে চলেছে পূর্ব বর্ধমান ও বেহালায় ১৮-৩০ ডিসেম্বর
উৎসবের সভাপতি ও বিধায়ক দেবাশীষ কুমার জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে ৩টি মঞ্চে ভারতীয় সঙ্গীত ও নৃত্যের বিভিন্ন প্রতিযোগিতা চলবে। এ বছর ভারতের ১৬-১৭টি রাজ্য এবং ৭-৮টি দেশ থেকে প্রায় ৮০০০ জন প্রতিযোগী ও ৩৫০ জন শিল্পী এতে অংশগ্রহণ করবেন।
সংস্থার সর্বভারতীয় সম্পাদক পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার জানান, এ বছরের বিশেষ আকর্ষণ হিসেবে ২৬ থেকে ২৯ ডিসেম্বর শাস্ত্রীয় সঙ্গীতের মহাসমারোহের আয়োজন করা হয়েছে, যা রাত ৮টা থেকে শুরু হবে। অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা, যেমন পদ্মবিভূষণ পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পদ্মভূষণ পণ্ডিত বিশ্বমোহন ভাট এবং পদ্মশ্রী শাহিদ পারভেজ তাঁদের সুরের জাদু পরিবেশন করবেন।
১৮ থেকে ২২ ডিসেম্বর, পূর্ব বর্ধমানের টাউন হল ময়দান ও অডিটোরিয়ামে
২৫ থেকে ৩০ ডিসেম্বর, বেহালা ব্লাইন্ড স্কুল গ্রাউন্ডে এবং বেহালা শরৎ সদনে অনুষ্ঠিত হবে
উৎসবের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবী শ্রী দীপক সরকার জানান, এই বছর উৎসবটি আন্তর্জাতিক পর্যায়ে শ্রীলঙ্কা, বাংলাদেশ, থাইল্যান্ড, দুবাই, এবং নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইউরোপেও আয়োজনের পরিকল্পনা রয়েছে। সফল প্রতিযোগীদের নগদ পুরস্কার, স্কলারশিপ, এবং বিদেশে অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
দীপক সরকার আরও বলেন, আমেরিকার নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতদের গুরুত্বপূর্ণ ভূমিকা আজ ভীষণ চর্চার বিষয় , আমাদের সংস্কৃতি বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে অতীত থেকে এটা আর বলার অপেক্ষা রাখে না । কয়েক দিন যাবৎ বিশ্বের সমগ্র মিডিয়াতে চৰ্চিত হয়েছে বংশোদ্ভূতদের সমর্থন কোন দিকে যাবে , তার ওপর নির্ভর করবে, কে বসবেন আমেরিকার মসনদে। তাই আমাদের দেশের বংশোদ্ভূতদের সিদ্ধান্ত ও সংস্কৃতির ওপর নির্ভর করে বিশ্বের মহা শক্তিধর দেশ। বলাই যায় ১৭তম ভারত সংস্কৃতি উৎসবকে আরও বিশ্বজনীন করে তুলেছে বর্তমান সময়।
+ There are no comments
Add yours