শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি তিন মাস পিছিয়ে, পরবর্তী শুনানি কবে ?
শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি তিন মাস পিছিয়ে গেল। মঙ্গলবার নতুন বেঞ্চে শুনানি শেষে, পরবর্তী শুনানির দিন ১৭ মার্চ ২০২৫ ধার্য করা হয়েছে।
এদিন, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মামলার শুরুতে বলেন, “প্রচুর আবেদন জমা পড়েছে। সব আবেদনের শুনানি করতে গেলে অনেক সময় লাগবে। শুধুমাত্র আর্জি এবং প্রয়োজনীয় তথ্য দিন।” এরপর সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেন এবং জানান যে, নিম্ন আদালতের মামলা কোন অবস্থায় রয়েছে।
আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কি না, জানতে চাওয়ার পাশাপাশি প্রধান বিচারপতি বলেন, “রাজ্যের অনুমতি না পেলে দুই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা সম্ভব নয়।” তবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সিবিআইয়ের দাবিকে অস্বীকার করে বলেন, “আমাদের কাছে এমন কোনও তথ্য নেই।”
এছাড়া, নির্যাতিতার পরিবারের আইনজীবী দ্রুত বিচারের আর্জি জানালে, বিচারপতি জানান, “ছুটির দিন ছাড়া প্রতি দিনই ট্রায়াল চলছে এবং আগামী সপ্তাহের মধ্যে ট্রায়াল শেষ হতে পারে।”
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। প্রধান বিচারপতি বলেন, “ওই মামলা হাই কোর্টে বিচারাধীন রয়েছে, তাই শুনানি হবে না।”
এদিকে, পরবর্তী শুনানির দিন ১৭ মার্চ ২০২৫ ঠিক করা হয়েছে
+ There are no comments
Add yours