দুদিন বাস বন্ধ থাকার পরে গত বুধবার সাড়ে আটটা নাগাদ মার্কুইস স্ট্রিট থেকে কলকাতা থেকে বাংলাদেশ পৌঁছানোর সরাসরি বাস ছাড়া হবে। বাংলাদেশের ড্রাইভার যদি ও দাবি করেছেন , অন্যদিন বাংলাদেশের ভিতরে গেলেও এখন যে উদ্বেগ জনক পরিস্থিতি তার জন্য পেট্রাপোল সীমান্ত পর্যন্তই বাস যাবে। দুদিন ধরে বাস পরিষেবা বন্ধ ছিল যেহেতু বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত ও অশান্ত পরিবেশের মধ্যে ছিল কিন্তু যেটা এখন বার্তা আসছে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হচ্ছে তার পরিপ্রেক্ষিতেই ৪৫ জন যাত্রী নিয়ে এই বাস ছাড়া হবে। অনেকেই চিকিৎসার জন্য ভ্রমণের জন্য এসেছিলেন । তাদের বক্তব্য সেখানকার পরিস্থিতি নিয়ে তারা এখন অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের পরিবারের জন্য। তবে বাসের তরফে জানিয়েছে নিরাপত্তার স্বার্থে পেট্রাপোল বর্ডার পর্যন্তই তাদেরকে নিয়ে যাবে তারপর অন্য বাস এ করে তাদেরকে বাংলাদেশের ভিতরে পৌঁছে দেওয়া হবে। সব মিলিয়ে দুশ্চিন্তার মধ্যেই নিজেদের দেশে পরিবার-পরিজনদের কাছে ফিরতে চাইছেন বাংলাদেশের মানুষরা
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.