শেরশাহের আমলের সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ, খুশি পূর্বস্থলীর এলাকাবাসী
পূর্বস্থলী ১ নম্বর ব্লকের গঙ্গারামপুরে শেরশাহের আমলে নির্মিত একটি লোহার সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। এই গুরুত্বপূর্ণ সেতু দিয়ে প্রায় ২০-২৫টি গ্রামের মানুষ ও পণ্য পরিবহন করা হতো। তবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কারণে যাতায়াতে বিপদ বাড়ছিল। এবার রাজ্য সরকারের উদ্যোগে সাত কোটি টাকা ব্যয়ে সেতুটি পুনর্নির্মাণ করা হচ্ছে, যা এলাকাবাসীর জন্য বড় সুখবর।
নিমতলা থেকে বিদ্যানগর পর্যন্ত STKK রোডের গুরুত্বপূর্ণ অংশে অবস্থিত এই সেতু ভেঙে নতুন করে নির্মাণ শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সেতুটি চালু হওয়ার আশা করা হচ্ছে। সেতুটি পুরোপুরি চালু হলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সংযোগ আরও সুগম হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ঘটবে।
এদিকে, পূর্বস্থলীর সুবিশাল বাঁশদহ বিল ইতিমধ্যেই পরিযায়ী পাখিদের আগমনে জমজমাট হতে শুরু করেছে। শীতের মরসুমে এই বিল একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র হয়ে ওঠে। নতুন সেতুর খবর এবং পর্যটনের মরসুম একইসঙ্গে এলাকাবাসীর কাছে উন্নয়নের আশা নিয়ে এসেছে। সেতুটি চালু হলে পর্যটক আগমন আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা
+ There are no comments
Add yours