শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত করে সেমিফাইনালের দাবি জোরালো করল ভারত

১৯.৫ ওভারে দীপ্তি শর্মার বলে স্মৃতি মন্ধনার হাতে ধরা পড়েন উদেশিকা। ভারতের ৩ উইকেটে ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৯০ রানে অল-আউট হয়ে যায়। ৮২ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের দাবি জোরালো করে ভারত। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের প্রথম ৩টি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করে। দীপ্তি ৩.৫ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট সংগ্রহ করেন। ঝোড়ো হাফ-সেঞ্চুরির সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হরমনপ্রীত। ১৮তম ওভারে ৪ রান খরচ করেন দীপ্তি শর্মা। ১৮.২ ওভারে অরুন্ধতী রেড্ডির বলে পরিবর্ত ফিল্ডার রাধার হাতে ধরা পড়েন কাঞ্চনা। ২২ বলে ১৯ রান করেন তিনি। মারেন ২টি চার। শ্রীলঙ্কা ৮৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রণবীরা। ১৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৯ উইকেটে ৮৮ রান। জিততে শেষ ওভারে ৮৫ রান দরকার শ্রীলঙ্কার। অরুন্ধতী ৪ ওভারে ১৯ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন। ১৬তম ওভারে ৩ রান ওঠে। শ্রেয়াঙ্কা পাতিল ৪ ওভারে ১৫ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। ১৭তম ওভারে রেনুকার বলে ২টি চার মারেন কাঞ্চনা। ওভারে ১০ রান ওঠে। ১৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৮ উইকেটে ৮২ রান। ১৮ রানে ব্যাট করছেন কাঞ্চনা। রেনুকা ৪ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।১৪তম ওভারে অরুন্ধতী মাত্র ৩ রান খরচ করেন। ১৪.২ ওভারে আশা শোভনার বলে পরিবর্ত ফিল্ডার রাধার হাতে ধরা পড়েন ইনোশি। ২ বলে ১ রান করেন তিনি। শ্রীলঙ্কা ৬৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উদেশিকা। ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৮ উইকেটে ৬৯ রান। আশা ৪ ওভারে ১৯ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি মন্ধনা। তবে তিনি পঞ্চাশ রানের গণ্ডি ছুঁয়েই আউট হয়ে বসেন। ১২.৪ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন মন্ধনা। ৩৮ বলে ৫০ রান করেন তিনি। ভারত ৯৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কৌর। ঠিক পরের বলেই সাজঘরে ফেরেন শেফালি। ১২.৫ ওভারে আতাপাত্তুর বলে গুণরত্নের হাতে ধরা পড়েন তিনি। ৪০ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন শেফালি। মারেন ৪টি চার। ভারত ৯৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমিমা।
টি২০ বিশ্বকাপে মহিলাদের মধ্যে ভারতের দ্রুততম অর্ধশতরানের মালিক ছিলেন এতদিন স্মৃতি মন্ধনা। ২০১৮ সালে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৩১ বলে আইসিসির মেগা ইভেন্টে অর্ধশতরান করেছিলেন। এবার তাঁর সেই রেকর্ডই ভেঙে দিলেন হরমনপ্রীত কৌর। নিজের ইনিংসে হরমনপ্রীত মারেন ৮টি চার এবং ১টি ছয়। স্পিনার এবং পেসার, কেউই তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের হাত থেকে বাদ যাননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর পাকিস্তান ম্যাচে সুযোগ ছিল হরমনপ্রীতের ম্যাচের রাশ নিজের দখলে নেওয়ার। কিন্তু সেই ম্যাচে তিনি পারেননি। ঘাড়ে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। অধিনায়ক হিসেবে দলের সাফল্য এবং ব্যর্থতা, দুইয়েরই দায় থেকে যায়। তাই ভারতীয় তারকা জ্বলে উঠলেন সঠিক সময়ই। আর সেই সুবাদেই শ্রীলঙ্কাকে বিশাল ৮২ রানের ব্যবধানে হারিয়ে দিল ভারত। প্রসঙ্গত শনিবার যদি নিউজিল্যান্ডকে শ্রীলঙ্কার মহিলা দল হারিয়ে দেয়, তাহলেও সুবিধা হবে ভারতের।

শ্রীলঙ্কার বিরুদ্ধে মহিলা টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, দুবাইয়ে টস হেরে রান তাড়া করবে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। উল্লেখ্য, এশিয়া কাপের ফাইনালে এই শ্রীলঙ্কার কাছে হারতে হয় ভারতীয় দলকে। ভারত গত ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author