সপ্তাহান্তে শীতের আগমন। জাঁকিয়ে শীত নিয়ে অবেশেষে বড় আপডেট!
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। শহর থেকে জেলা, ঠান্ডার আমেজ মিলছে। নভেম্বর মাসের মাঝামাঝি সময় উপস্থিত। জাঁকিয়ে শীত কবে থকে পড়তে পারে? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এসে শীতের আমেজ গোটা বাংলায়। আবহাওয়া দফতর সূত্র জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শহর কলকাতায় শনিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। গতকাল রাতে কলকাতার তাপমাত্রা আরও নেমেছে। সকাল থেকে ঠাণ্ডার আমেজ তিলোত্তমা মহানগরীতে। কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় উইকেন্ডে মনোরম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া। উত্তরবঙ্গের সব পর্যটন কেন্দ্রগুলিতে ঠাসা ভিড়। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজ ও আগামীকাল উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশা দাপট থাকবে। মালদার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু অংশে কুয়াশা অস্বস্তি বাড়াবে সকলের দিকে। বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশার থাকবে আগামী কয়েক দিন।
+ There are no comments
Add yours