বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির তরফে কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক ছিল। সেই বৈঠকে শুভেন্দু বক্তৃতা দিতে গিয়ে বেফাস মন্তব্য করে বসেন। যা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।

এদিন শুভেন্দু বলেন, ২০১৪ সালে বিজেপি প্রথম ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ শাসনের স্লোগান ‘ সব কা সাথ, সব কা বিকাশ’ বন্ধ করতে হবে।

পাশাপাশি তিনি বিজেপির সংগঠনের বড় রকমের পরিবর্তনের প্রস্তবও দেন। বলেন, “নো নিড অফ সংখ্যালঘু মোর্চা”, অর্থাৎ দলের সংখ্যালঘু মোর্চা রাখার প্রয়োজন নেই। শুভেন্দুর এই সকল বক্তব্য পেশের পরই শোরগোল পড়ে যায়।

পরে যদিও শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলেও কী কারণে ওই স্লোগান বদলের কথা তিনি বলেছেন, তার ব্যাখ্যা দিয়ে, শুভেন্দু পরে দাবি করেন, মোদীর স্লোগানে তাঁর ভরসা রয়েছে। তবুও তিনি তা বদলও করতে চাননি।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরিই জানিয়ে দেন, শুভেন্দুর ওই বক্তব্য দল ‘অনুমোদন’ করে না। সুকান্তের কথায়, বাংলায় ঐক্যবদ্ধ ভাবে বিজেপি এগোবে। শুভেন্দুর এমন বক্তব্যের পর অস্বস্তিতে পড়েছে বঙ্গবিজেপি।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author