সরকারকে দেওয়া ২৪ ঘন্টার সময়সীমা শেষ। আমরণ অনশনের ডাক দিলেন ৬ জুনিয়র চিকিৎসা পড়ুয়া।
সরকারকে যে ২৪ ঘন্টার সময়সীমা দিয়েছিলেন এবং তাদের যে দশ দফা দাবি জমা দিয়েছিলেন সেই দাবি পূরণ না হওয়ার জন্য আমরণ অনশনে ডাক দিলেন ৬ জন জুনিয়র চিকিৎসক পড়ুয়া।
কারা বসেছেন অনশনে:
অনশনকারী জুনিয়র ডাক্তারদের তালিকায় রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাঁজা এবং ক্যানসার বিভাগের সিনিয়র রেসিডেন্ট স্নিগ্ধা হাজরা। এ ছাড়াও, এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়, এনআরএসের পুলস্ত্য আচার্য এবং কেপিসি হাসপাতালের প্যাথোলজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া সায়ন্তনী ঘোষ হাজরাও অনশনে বসেছেন। অনশনকারীদের তালিকায় আর জি কর হাসপাতালের কোনও চিকিৎসকের নাম নেই।
এই ৬ জন জুনিয়র ডাক্তার গতকাল রাত সাড়ে আটটা থেকেই আমরণ অনশনে বসেছেন। ধর্মতলায় তার জন্য নিজেরাই মঞ্চ বানিয়েছেন। এই 6 জন পড়ুয়া বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার।
সরকারের কাছে মোট ১০ দফা দাবি নিয়ে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। শনিবার রাত আটটায় সেই সময়সীমা শেষ হয়েছে। এরপরেই মোট ছয় জন চিকিৎসক অনশন শুরু করেন। শনিবার অনশন মঞ্চ থেকে চিকিৎসকেরা বলেন, ‘২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা পর পেলাম শুধুই হুমকি। উৎসবে ফিরতে বলা হয়েছে, কিন্তু আমাদের সেই মানসিকতা নেই।