সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের এখনো কর্মবিরতি জারি
সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গতকালের পর আজকেও কর্মবিরতি জারি সাগর দত্ত হাসপাতালে জুনিয়ার চিকিৎসকদের। নিরাপত্তা সহ একাধিক দাবিতে কর্মবিরতি। যদিও তাদের এই দাবিগুলো একাধিক দাবি সরকার পক্ষ থেকে মেনে নেয়া হয়েছে। কিন্তু জুনিয়ার চিকিৎসকদের থেকে বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত এই দাবি করে বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ এই কর্মবিরতি চলবে। জুনিয়ার চিকিৎসকদের একাংশের দাবি শুক্রবার রাতে যেভাবে চিকিৎসকের উপর মারধোর এর মতো ঘটনা ঘটেছে, নার্সিং স্টাফ দের হাত ধরে টানাটানি হয়েছে তাতে হাসপাতালে মহিলা স্টাফসহ চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই তাদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতেই হবে। এই নিরাপত্তা ব্যবস্থা দাবি করে যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে কর্মবিরতি পুরোপুরি ভাবে প্রত্যাহার করা হবে না। প্রয়োজন পড়লে এর থেকেও বড় আন্দোলন চালানো হবে এবং মহালয়ার দিন মহা মিছিলের ডাক দেওয়া হবে