সাতসকালেই বেপরোয়া ড্রাইভিং, কর্তব্যরত পুলিশের গায়ে হাত!
আজ সকালে কলকাতার জোড়াবাগান ট্রাফিক গার্ড এলাকায় সেন্ট্রাল এভিনিউয়ে একটি গাড়ির চালক বেপরোয়া ড্রাইভিং করতে থাকেন। পুলিশ ঘটনাস্থলে গাড়িটি থামানোর চেষ্টা করলে, চালক কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত দেন। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি বনগাঁ থেকে আসছিল এবং চালক মদ্যপ অবস্থায় ছিলেন।
গিরিশ পার্ক মোড়ে ব্রেথ এনালাইজ টেস্টের মাধ্যমে চালকসহ গাড়িটি আটক করা হয়। গিরিশ পার্ক থানায় গিয়ে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহার ও চালকের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশের গায়ে হাত দেওয়ার অভিযোগে তিনজন যাত্রীসহ চালককে আটক করা হয়।
কলকাতা পুলিশ গত কয়েক বছর ধরে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রুখতে ব্রেথ এনালাইজ টেস্ট চালু করেছে, বিশেষ করে রাতে বা দিনে মদ্যপ অবস্থায় ড্রাইভিং করে কোনো দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে
+ There are no comments
Add yours