সাতসকালে কলকাতার বুকে মর্মান্তিক ঘটনা। রুবির মোড়ের কাছে এক যুবকের রক্তাক্ত দেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য
কলকাতার মধ্যে সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। রুবির মোড়ের কাছে পড়ে রয়েছে এক রক্তাক্ত যুবকের দেহ। কসবার রুবি মোড়ে উদ্ধার যুবকের মৃতদেহ! রুবি মোড় থেকে সার্ভিস রোড এবং ইএম বাইপাসের সংযোগস্থলে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। রাস্তার পাশেই উদ্ধার হয় একটি স্কুটি। যদিও পুলিসের প্রাথমিক অনুমান পথ দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে যুবকের। কারণ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত অবস্থায় স্কুটিটি উদ্ধার হয়েছে। পাশাপাশি যুবকের দেহেও রয়েছে আঘাতের চিহ্ন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। খুন নাকি দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কিভাবে ওই যুবকের মৃত্যু হল তা ঐ মোড়ের আশেপাশের প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।
+ There are no comments
Add yours