সাতসকালে হাতির হানা বামনডাঙায়, র‍্যাশনের চাল-আটা খেয়ে জঙ্গলে ফিরল বুনো

সকালে গ্রামের মধ্যে হানা দিল এক দল ছুট হাতি। গ্রামের মধ্যে ঢুকে ধানক্ষেত বিভিন্ন বাড়ির ভিতরে রেশনের দোকানের চাল আটা খেয়ে তছনছ অবস্থা কিছু বাড়ি ভেঙেও দিয়েছে বলে জানা যাচ্ছে। সম্ভবত গ্রামবাসীরা অনুমান করছেন গ্রামের দিকে হাতিরা খাবারের জন্যই হয়তো এসেছে। এরকম এই প্রথম নই এর আগেও বেশ কয়েকবার হাতিরদল হানা দিয়েছে মাঝরাতে সকালে এরকম ভাবে হাতির দলছুট কিছু হাতি গ্রামের মধ্যে ঢুকে তাণ্ডব চালায় ঘরবাড়ি ভেঙে সব তছনছ করে দেয়।
তবে এদিন এই একদল দলছুট হাতি বাগানের পাকা রাস্তা দিয়ে বিশালদেহী হাতিটি যখন দুলকি চালে হাঁটছে, সে সময়ে কাজে যোগ দিতে ফ্যাক্টরির দিকে আসছিলেন প্রচুর শ্রমিক। হাতি দেখে প্রত্যেকেই থমকে যান। সোমবার সকালে ঘটনাটি ঘটে নাগরাকাটার বামনডাঙা চা বাগানে। ওই হাতিকে কেন্দ্র করে এদিন ব্যাপক আতঙ্কও ছড়ায় এলাকায়। পরে সেটি নিজের চেনা পথ ধরেই পাশের গরুমারার জঙ্গলে চলে যায়। বাগানের এক কর্মচারী মুকেশ চৌধুরী বলেন, হাতির হানাদারি এখানে প্রতি দিনের ঘটনা। তবে সকাল বেলাতেও সবার সামনে এভাবে ঘুরে বেড়ানোর দৃশ্য আগে কখনও দেখিনি।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours