সানির ‘ঢাই কিলো’র হাতে উঠল নতুন অস্ত্র।৬৭ বছর বয়সেও অ্যাকশন ফিল্মে মানানসই সানি
৬৭ পূর্ণ করলেন সানি দেওল। শনিবার ছিল তাঁর জন্মদিন। কিন্তু বয়স তাঁর কাছে কেবল সংখ্যা মাত্র। এই বয়সেও তাঁর স্টান্ট দেখলে চোখ কপালে ওঠে যুবক সমাজের। সানি দেওলের সিনেমায় অ্যাকশন না হলে ব্যাপারটা জমে না। আর সেই সঙ্গে নজরে থাকে সানির ‘ঢাই কিলো’র হাতে কোন কোন নতুন অস্ত্র ওঠে। এই যেমন ধরুন, এবার তালিকায় নয়া সংযোজন সিলিং ফ্যান। বিস্তারিত দেখা যাক।শনিবার, ১৯ অক্টোবর, সানি দেওলের জন্মদিন উপলক্ষ্যে নয়া সিনেমার ঘোষণা করা হল। ছবির নাম ‘জাট’। পোস্টারে রক্ত মাখা অভিনেতার হাতে ধরা এক বিশালাকার সিলিং পাখা। এক ছবিতেই স্পষ্ট অ্যাকশন দৃশ্যে, শত্রুকে উচিত শিক্ষা দিতে এবার তিনি হাতে তুলে নিয়েছেন সিলিং পাখা। সিনেমারএমন দৃশ্য যা দেখে প্রেক্ষাগৃহে কান পাতা দায় হবে হাততালি আর শিসের শব্দে। পোস্টার প্রকাশ্যে আসতেই সানির ভক্তবৃন্দ যেমন অধীর আগ্রহে অপেক্ষায় এই ছবির, তেমনই নেটিজেনদের একাংশ বেশ মজাও করেছেন। তবে একবার ভেবে দেখলে মাথায় আসবে সানি দেওলের সঙ্গে এমন অপ্রচলিত অস্ত্রের ব্যবহারের যেন একটা অলিখিত সম্পর্ক তৈরি হয়েই যায়।
যেমন ধরা যাক, ২০০১ সালে মুক্তি পায় ‘গদর: এক প্রেম কথা’। আমিশা পটেলের বিপরীতে তাঁর অভিনয় বক্স অফিসে ঝড় তোলে। মানুষের মনে তাঁর অমরিশ পুরীর চোখে চোখ রেখে অকুতোভয় সংলাপ আদান-প্রদান যথেষ্ট মনে আছে। সেখানেই স্ত্রী ও সন্তানের সম্মান রক্ষার্থে এক দল শত্রুর লড়াইয়ে হাতে তুলে নেন টিউবওয়েল। মাটির গভীর থেকে টেনে বের করে সেই টিউবওয়েল হাতে তুলেই মারপিট করে সমস্ত সাফ করে দেন অভিনেতা।
আবার সেই ছবিরই সিক্যুয়েল তৈরি হয় ২০২৩ সালে। একই কাস্ট ফিরে আসে প্রায় এক যুগ পর। বলাই বাহুল্য, সেই ছবিও বক্স অফিসে বিপুল ঝড় তোলে। একের পর এক রেকর্ড ভাঙে এই ছবি। যদি মনে করে দেখা যায়, সেই ছবির পোস্টারেই দেখা গিয়েছিল মাথার ওপর গাড়ির চাকা বা কার্টহুইল তুলে মারমুখী হতে দেখা যায়। আবার কখনও তাঁকে হাতে কুড়ুল নিয়েও দেখা যায়। বলাই বাহুল্য যে নতুন ছবির ঘোষণা করা হল, তার সূত্র ধরেই ফের নয়া অস্ত্র হাতে উঠে এল অভিনেতার।
+ There are no comments
Add yours