সি-সেকশনের মাধ্যমে মা হয়েছেন, মেয়ের জন্মের ১মাসও কাটেনি, ফের ডেট নাইটে গেলেন শ্রীময়ী
কে বলেছে মা হওয়ার পর শুধুমাত্র সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে ৪ দেওয়ালের মধ্যে বন্দিজীবন কাটাতে হবে! নবাগতকে সামলাতে সামলাতে স্বামী-স্ত্রীর প্রেম, আলাদাভাবে ব্যক্তিগত জীবন বলতে কিছুই নাকি থাকে না! এসবই এখন মিথ। বাঙালি জীবনে সেকেলে ধ্যানধারণার মধ্যে নিজেদের এক্কেবারেই আটকে রাখতে চান না শ্রীময়ী। আর স্ত্রীকে এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা ও সমর্থন করেন কাঞ্চন মল্লিক।
আর তাই তো মা হওয়ার পর ১ মাসও পার হয়নি বরের সঙ্গে ডেটে বের হলেন শ্রীময়ী চট্টরাজ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিতেও ভুললেন না কাঞ্চনের নতুন বউ। কৃষভি-র মা হওয়ার পর প্রথম ডেটে শ্রীময়ী পরেছিলেন কালো রঙের একটা পিওর সিল্ক শাড়ি সঙ্গে কালো স্লিভলেস ব্লাউজে দেখা যাচ্ছে। পোশাকের সঙ্গে মিলিয়ে পরেছেন সিলভার রঙের জুয়েলারি, হালকা মেকআপ, হালকা লিপস্টিক। অন্যদিকে কাঞ্চন মল্লিককে চেক ব্লু শার্টে দেখা যাচ্ছে। বরের সঙ্গে হাসিখুশি সুন্দর এই মুহূর্তের ছবিগুলি পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, ‘Our first date after Krishvi’s birth।
+ There are no comments
Add yours