সোমবারই তৃণমূলে বড় রদবদল! মমতা ৪টের সময় কালীঘাটে ডাকলেন কর্মসমিতির বৈঠক
শনিবার, ২৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন। তারপর মাত্র এক দিন পরে, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কালীঘাটের বাড়িতে কর্মসমিতির বৈঠক ডেকেছেন।সোমবারই কী তৃণমূল কংগ্রেসে বড় রদবদল! জল্পনা তুঙ্গে। কারণ সোমবার বিকেল ৪টে কালীঘাটে কর্মসমিতির বৈঠক ডেকেছেন। উপনির্বাচনের ফল প্রকাশের পরেই এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে বলেও তৃণমূল কংগ্রেস সূত্রের খবর। তৃণমূল সূত্রের খবর বিধানসভা নির্বাচনে আবারও নিজেদের এলাকা যাতে তৃণমূল ধরে রাখতে পারে তাই নিয়ে বৈঠক হতে পারে। সূত্রের খবর এই বৈঠকেই সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
তৃণমূল নেতা কর্মীদের মধ্যে এই বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, কয়েকটি বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। যারমধ্যে অন্যতম হল সংগঠন। ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই রণকৌশল তৈরি করেই সংগঠনকে ঢেকে সাজানোর পরিকল্পনা রয়েছে তৃণমূল নেতৃত্বের। আলোচনা হতে পারে শীতকালীন অধিবেশন নিয়েও। সোমবার থেকেই শুরু হচ্ছে লোকসভার শীতকালীন অধিবেশন। সেখানে তৃণমূলের কী অবস্থান হবে তা নিয়েও আলোচনা হতে পারে । বিধানসভার শীতকালীন অধিবেশন নিয়েও আলোচনা হতে পারে কালীঘাটের বৈঠকে।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সংগঠন নিয়ে একটি লিখিত রিপোর্ট জমা দিয়েছিলেন। দলকে আরও শক্তিশালী আর সক্রিয় করার উদ্দেশ্যেই সেই রিপোর্ট। তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা কারণে ব্যস্ত থাকায় সেই রিপোর্ট ও প্রস্তাব কার্যকর করেননি। তবে সেই রিপোর্ট বা প্রস্তাব কার্যকর করা হবে। দলের মধ্যে এই নিয়ে আলোচনাও হবে। তাই তৃণমূল সূত্রের খবর মমতার ডাকা সোমবারের বৈঠকে সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে ঘাসফুল শিবিরে গুঞ্জন।দলের সাংসদ এবং বিধায়কদের ওই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। দলের সাংগঠনিক রদবদল নিয়ে ওই বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্বের একাংশ। অধিবেশনে দলীয় সাংসদ এবং বিধায়কদের ভূমিকা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশও ওই বৈঠকে দিতে পারেন মমতা
+ There are no comments
Add yours