হাওড়া-বর্ধমান কর্ড শাখায় শুরু হচ্ছে ইন্টারলকিংয়ের কাজ, বাতিল বহু ট্রেন ! তালিকায় একাধিক এক্সপ্রেস
ফের একবার ট্রেন বাতিলের খবর! তিনদিনে প্রায় ২০০ টি ট্রেন বাতিল করল রেল। আগামী বৃহস্পতিবার থেকে বিশেষ ইন্টারলকিংয়ের কাজ হবে। যার জেরে একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানা যাচ্ছে। বাতিলের তালিকায় একাধিক লোকাল যেমন আছে, তেমনই প্যাসেঞ্জার এবং একাধিক এক্সপ্রেস ট্রেন আছে বলেও জানা যাচ্ছে।
এমনকি এই কাজের জন্য বহু ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলেও জানা গিয়েছেরেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ইন্টারলকিংয়ের কাজ হবে। আর তা আগামী ১৪ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে ১৭ নভেম্বর অর্থাৎ রবিবার চলবে না বলে খবর। দীর্ঘ এই কাজের জন্য একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল।
দীর্ঘদিন হয়েছে বাঁকুড়া এবং বর্ধমানের মধ্যে কোনও ট্রেন যোগাযোগ ব্যবস্থা ছিল না। ফলে যাত্রীদের ঘুরপথে আসানসোল হয়ে বাঁকুড়ায় পৌঁছতে হত। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হতো সাধারণ মানুষকে। যদিও এই লাইনে ট্রেন চালাতে দীর্ঘদিন ধরে কাজ চালাচ্ছে রেলওয়ে। অবশেষে আসার আলো! হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন রেল পথ ধরে বাঁকুড়ার সঙ্গে যুক্ত হয়েছে রেল। খুব শীঘ্রই ছুটবে ট্রেনও।
রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, শান্তিনিকেতন, কবিগুরু, শিয়ালদহ-রামপুরহাট মা তারা, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, হুল, গণদেবতা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি ইন্টারসিটি মেমু বাতিল থাকবে। বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেনও। এমনকি আগামী তিনদিন হাওড়া থেকে একাধিক দূরপাল্লার ট্রেন মেন শাখা দিয়ে ঘুরিয়ে চালানো হবে। দীর্ঘ এই কাজের জন্য আগামী তিনদিন চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে সাধারণ মানুষ এবং নিত্য যাত্রীদের। যদিও ইন্টারলকিংয়ের কাজ শেষ হলে বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় কার্যত বিপ্লব ঘটবে। খুলে যাবে নয়া পথ। দীর্ঘমেয়াদে লাভবান হবেন সাধারণ মানুষ
+ There are no comments
Add yours