নিজের বাড়ির বাইরে লঙ্গরের আয়োজন করেছিলেন, তার ঠিক একদিন পরই, মুম্বইয়ের বিখ্যাত হাজি আলি দরগায় (Haji Ali Dargah) পৌঁছলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সেই পবিত্র স্থানের রক্ষনাবেক্ষণের জন্য দান করলেন ১.২১ কোটি টাকা। এর আগে তিনি অযোধ্যায় রাম মন্দির (Ram Mandir) তৈরির জন্যও ৩ কোটি টাকা দান করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে হাজি আলি দরগা ট্রাস্টের তরফে। অক্ষয় কুমারের দর্শনের ভিডিও পোস্ট করেছেন তাঁরা। দরগার কর্তব্যরত ট্রাস্টির তরফে অভিনেতার প্রয়াত অভিভাবকের উদ্দেশেও শ্রদ্ধা নিবেদন করা হয়। অরুণা ভাটিয়া ও হরি ওম ভাটিয়াকে শ্রদ্ধা নিবেদন করা হয় দরগায়।
বিভিন্ন স্থানে অনুদান এই প্রথম নয় অক্ষয় কুমারের। এর আগে ২০২০ সালে করোনা অতিমারীর সময়ও অভিনেতা নজরকাড়া পদক্ষেপ নিয়েছিলেন। ক্রিকেটার সাংসদ গৌতম গম্ভীরের ফাউন্ডেশনে ১ কোটি টাকা দান করেছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর ‘পিএম কেয়ারস ফান্ড’-এ দিয়েছিলেন ২৫ কোটি টাকা। সম্প্রতি যখন বাসু ভগনানির প্রযোজনা সংস্থার দিকে আঙুল ওঠে যে একাধিক ছবির সঙ্গে জড়িত কর্মীদের বেতন বাকি রয়েছে, তখনও অক্ষয় নিজের ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’ ছবির পারিশ্রমিক নিতে দেরি করেন যাতে বাকিরা টাকা পেয়ে যান আগে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author