হাতির তাণ্ডবে একাধিক বাড়ি ভেঙে তছনছ, বিঘের পর বিঘে জমি নষ্ট
খাবারের লোভে গ্রামের ভিতর প্রায় ৫০ টি হাতির দল ঢুকে তাণ্ডব চালালো, ছটি বাড়ি ঘর ভেঙে তছনছ করে দিয়েছে এছাড়া একাধিক জমির ফসল নষ্ট করে দিয়েছে।ঘটনাটি ধূপগুড়ির গধেয়ারকুঠিতে।জলঢাকা নদী পেরিয়ে ৫০ টি হাতির দল ভোররাত্রে গ্রামে ঢুকে। তারপরে গ্রামের ধান জমিতে ধান খেয়ে পরপর বাড়িগুলি তছনছ করতে থাকে বলে জানায় স্থানীয় বাসিন্দারা।
তবে এই ঘটনায় রীতিমত ওই গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ওই হাতি গুলিকে জঙ্গলে ফেরানোর জন্য স্থানীয় বাসিন্দারা বনদপ্তরে খবর দিয়েছেন। ইতিমধ্যে বনদপ্তরের লোক সেখানে এসেছে খতিয়ে দেখতে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা। বনদপ্তর থেকে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সেই অবস্থা দেখে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছেন