হাসপাতাল থেকে উধাও সদ্যোজাতের দেহ, চাঞ্চল্য শিলিগুড়িতে। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
হাসপাতালের ওয়ার্ড থেকে আশ্চর্যজনকভাবে নিমেষে উধাও হয়ে গেল সদ্যোজাতের দেহ! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। এদিকে এই ঘটনায় ফের একবার স্বাস্থ্য দফতরের বড়সড় নিরাপত্তার গাফিলতির ছবি উঠে এল শিলিগুড়িতে। শুধু তাই নয়, আশ্চর্যজনকভাবে ঘটনার সময় বন্ধ ছিল সিসিটিভি ক্যামেরা!
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার সকালে শিলিগুড়ি পুরনিগমের 4 নম্বর ওয়ার্ডের গোয়ালাপট্টির বাসিন্দা গর্ভবতী মহিলা রিয়া গুপ্তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসক পরীক্ষা করে জানান, গর্ভেই শিশুটির মৃত্যু হয়েছে। পরবর্তী সময়ে মৃত পুত্র সন্তানের দেহ মায়ের শরীর থেকে বের করা হয়। হাসপাতালের তরফে জানানো হয়, 4 ঘণ্টা পরে অথবা বৃহস্পতিবার সকালে তারা শিশুটির দেহ নিয়ে যেতে পারবে। সেইমতো পরিবার এদিন সকালে শিশুটির নিতে যায়। কিন্তু জানানো হয় সদ্যোজাতের দেহ নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না। তন্নতন্ন করে খোঁজ শুরু হয় সদ্যোজাতের দেহর। শিশুটির দেহ নেওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে হাসপাতাল চত্বরে অপেক্ষা করেন পরিবারের সদস্যরা। তারপরে সেদিন বিকেলে ও সদ্যজাতের পরিবারের সদস্যরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালে ভিতরে। ইতিমধ্যে শিলিগুড়ি হাসপাতালে নিরাপত্তার গাফিলতির অনেক অভিযোগ উঠেছে। তবে ঘটনায় অন্তর্বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য আধিকারিক। পাশাপাশি তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশও