হুগলির চোপা গ্রামে পাঁচ বছরের মেয়েকে ধর্ষণ ও খুন করার অভিযোগ প্রতিবেশীর দ্বারা।
ফের ধর্ষণের ঘটনা। এবার ফালাকাটার খগেনহাটে। পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। অভিযোগের আঙুল এক প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবেশীরা সরব হয়ে তাঁর বাড়িতে ভাঙচুর চালায় এবং পিটিয়ে হত্যা করে বলে খবর। মৃত ঐ ব্যক্তির নাম মোনা রায়। খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। কিন্তু তার আগেই চল্লিশ বছর বয়সী মোনা রায়কে পিটিয়ে মারা হয় বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার পুকুরে শিশুকন্যার দেহ ভাসতে দেখা যায়। রক্তাক্ত অবস্থাতেই তাঁকে উদ্ধার করা হয়। অদূরে টিউবওয়েলে অভিযুক্তকে দেখা যায় জামাকাপড় পরিষ্কার করতে। সন্দেহ দৃঢ় হয় গ্রামবাসীদের। এরপরই মারধর শুরু হয় মোনাকে। মোনাকে তাঁর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয় সেখানে ওই শিশুকন্যার অন্তর্বাসও মেলে। অভিযোগ, জিলিপি খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে এনে ধর্ষণের পর খুন করেছে অভিযুক্তস্থানীয় এক বাসিন্দা জানান, দুপুর তিনটের পর থেকেই বাচ্চাটি নিখোঁজ ছিল। আশেপাশের বাড়ি খোঁজখবর শুরু করেন বাচ্চার মা-বাবা। এর মাঝেই শিশুটির দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।শিশুটির পরিবারের এক সদস্য আক্ষেপ করে বলেন, বাচ্চাটা এইভাবে চলে গেল। এর বিচার চাই। আলিপুরদুয়ারের পুলিশ সুত্রে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত করে দেখছি। একটু সময় লাগবে। এলাকায় এখনও বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।
+ There are no comments
Add yours