১৪ বছর পরে বাংলা ছবিতে ফিরে প্রশংসিত শর্মিলা, পুরস্কার এল বিদেশের মাটি থেকে
#SharmilaTagore#BanglaCinema#Puratan#FilmFestival#BestFilmAward#SouthAsianFilmFestival#SumanGhosh#RituparnaSengupta#14YearsLater#FilmScreening#Boston#Cinematography#CulturalRecognition#Sabar#FilmIndustry#CelebratingTalent#asianews#asianewslive
বিদেশের মাটিতে প্রশংসিত সুমন ঘোষ পরিচালিত, শর্মিলা ঠাকুর ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘পুরাতন’ । ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতল ‘পুরাতন’। এই পুরস্কার নিতে হাজির ছিলেন খোদ ঋতুপর্ণা সেনগুপ্ত ও সুমন ঘোষ। শর্মিলা ঠাকুরের তরফ থেকে পুরস্কার গ্রহণ করেন তাঁর কন্যা সাবা। বস্টনে একটি বিশেষ স্ক্রিনিংয়ে এই ছবিটি দেখানো ও হয়। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ারও করে নিয়েছেন পরিচালক।
সোশ্যাল মিডিয়ায় এই খবরটি শেয়ার করে নিয়ে সুমন লিখেছেন, ‘আমাদের ঘোষণা করতে ভীষণ ভাল লাগছে যে, আমাদের ছবি ‘পুরাতন’ সেরা ছবির পুরস্কার জয় করে নিয়েছে। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন শর্মিলা ঠাকুর। এই ছবির হাত ধরেই ১৪ বছর পরে বাংলা ছবিতে ফিরেছেন সুমন ঘোষ। আমরা, টিম ‘পুরাতন’ ওঁর জন্য ভীষণ খুশি। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আমি ওই ফিল্ম ফেস্টিভ্যালটিতে গিয়েছিলাম। ‘পুরাতন’ ছবিটি ছিল ফেস্টিভ্যালের শুরুর ছবি। এই ছবিতে শর্মিলা ঠাকুর ছাড়াও রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত ও বৃষ্টি রায়। সমস্ত কাস্ট এবং ক্রু-কে ধন্যবাদ।’
প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই ১৪ বছর পরে বাংলা ছবিতে ফিরেছেন শর্মিলা। ছবির শ্যুটিং হয়েছে কলকাতাতেই। ঋতুপর্ণার অনুরোধেই এই ছবিটি করতে রাজি হয়েছিল শর্মিলা। তাঁর সিনেমার দুনিয়ায় হাতেখড়ি হয়েছিল এই বাংলা ছবির হাত ধরেই। সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে তিনি ‘অপর্ণা’-র চরিত্রে অভিনয় করেছিলেন। এরপরে টলিউড ও বলিউডে একসময়ে তিনি দাপিয়ে কাজ করেছেন। তবে বর্তমানে খুবই বেছে বেছে কাজ করেন শর্মিলা ঠাকুর।