২০৩৬ অলিম্পিকস এর আয়োজন করতে চেয়ে আবেদন ভারতের

২০৩৬ অলিম্পিক গেমস আয়োজনের আগ্রহ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে (আইওসি) চিঠি পাঠিয়েছে ভারত সরকার। গত ১ অক্টোবর সরকার থেকে আইওসির ‘ফিউচার হোস্ট কমিশনের’ কাছে আগ্রহপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইন্দো–এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।

বিড’ সফল হলে আয়োজক হিসেবে কয়েকটি খেলা অন্তর্ভুক্তির চেষ্টা করবে ভারত। এর মধ্যে আছে ইয়োগা, কাবাডি, খো খো এবং দাবা। তবে ২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হবে ভারতকে। এখন পর্যন্ত ভারতসহ ১০টি দেশ আয়োজক হওয়ার দৌড়ে আছে।
অলিম্পিক গেমস আয়োজনে ভারতের আনুষ্ঠানিক চিঠির বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট একটি সূত্র আইএএনএসকে বলেন, ‘এর মাধ্যমে ভারতে অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রূপকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই কীর্তিস্তম্ভতুল্য সুযোগটি ভারতজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি ও যুবকদের ক্ষমতায়নে তাৎপর্যপূর্ণ সুবিধা এনে দিতে পারে।’ গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে পরিচিত গ্রীষ্মকালীন অলিম্পিক যেকোনো একটি শহরে অনুষ্ঠিত হয়ে থাকে। ভেন্যুর জন্য পার্শ্ববর্তী অঞ্চল ব্যবহার হয়ে থাকলেও শহরের নামেই পরিচিত হয়ে থাকে। ভারতের অলিম্পিক ভেন্যু হিসেবে বিভিন্ন সময়ে আহমেদাবাদের নাম আলোচিত হয়েছে। তবে আনুষ্ঠানিক আগ্রহপত্রে কোন শহরের নাম দেওয়া হয়েছে, তা আইএএনএসের প্রতিবেদনে নেই। নরেন্দ্র মোদির সরকার যে অলিম্পিক গেমস আয়োজনে মরিয়া, সেটি গত বছর মুম্বাইয়ে অনুষ্ঠিত আইওসির ১৪১তম সেশনে স্পষ্ট হয়ে উঠেছিল। সে সময় ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, ২০৩৬ অলিম্পিক ভারতের মাটিতে আয়োজন করতে চেষ্টার কোনো ত্রুটি রাখা হবে না। এটি ১৪০ কোটি ভারতীয়র দীর্ঘদিনের স্বপ্ন ও অনুপ্রেরণার অংশ।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours