২৪ ঘণ্টা পেরোনোর আগেই ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড
কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এইবার দক্ষিণ কলকাতার লর্ডসের মোড়ে সান্ধ্যবাজারে। গতকাল কালিকাপুরে ৪টি ঝুপড়ি পুড়ে যাওয়ার অভিযোগের পর আজ আবার একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, দমকলের কর্মীরা ঝুপড়ির টিন ও অ্যাসবেসটস খুলে বাইরে নিয়ে আসে, এবং আগুনের তাপমাত্রা এত ছিল যে টিনগুলো বেঁকে গিয়েছিল।
এছাড়া, দক্ষিণ কলকাতার এ ঘটনাটি একেবারে নতুন নয়। ২০১৬ ও ২০১৯ সালেও একই এলাকায় আগুন লেগেছিল, তখন প্রায় ১৭টি দোকান পুড়ে গিয়েছিল। এইবারের আগুনেও অনেক ক্ষতি হয়েছে, তবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন কেউ আটকে নেই।
গত কয়েকমাসে একাধিক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায় ঘটেছে। কালিকাপুরের আগুনের ঘটনায় ৪টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে, যার মধ্যে বেশ কিছু বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এক গৃহবধূ জানিয়েছেন, আগুন দেখে তিনি তৎক্ষণাৎ চিৎকার শুরু করেন, তবে ততক্ষণে পাশের ঘরেও আগুন ছড়িয়ে পড়েছে।
কলকাতার বিভিন্ন এলাকায় আগুনের ঘটনা বেড়ে যাওয়ার পাশাপাশি, কালীপুজোর রাতে উল্টোডাঙার আবাসনে আগুনের ঘটনা ঘটে, যেখানে এক আবাসিক আহত হন এবং হাসপাতালে ভর্তি হন। সেখানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়ে, এবং অগ্নিনির্বাপন ব্যবস্থাও ঠিকভাবে কাজ করেনি বলে অভিযোগ রয়েছে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের বাসিন্দারা আতঙ্কিত
+ There are no comments
Add yours