২৮ নভেম্বর তৈরি হবে ঘূর্ণিঝড়, বাংলার কোথায় কবে বৃষ্টি? জানিয়ে দিল আবহাওয়া দফতর
২৮ নভেম্বর অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এই আবহে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে এই সপ্তাহে। জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। ২৮ নভেম্বর এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, এই অতি গভীর নিম্নচাপটি ত্রিনকোমালির প্রায় ৩১০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, নাগাপট্টিনাম থেকে ৫৯০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, পুদুচেরির ৭১০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং চেন্নাইয়ের ৮০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে কেন্দ্রীভূত হয়েছে। গত ৬ ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে।
২৮ নভেম্বর সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। পরবর্তী ২ দিনের মধ্যে এটি শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। এই ঘূর্ণিঝড়কে ‘ফেঙ্গল’ নামে ডাকা হবে। এই নামকরণ করেছে সৌদি আরব।
এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময়ে দমকা বাতাসের বেগ প্রতি ঘণ্টায় ৮০ কিমি পর্যন্ত চলে যেতে পারে। আর ২৯ নভেম্বর এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ৬৫ থেকে ৭৫ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময়ে দমকা বাতাসের বেগ প্রতি ঘণ্টায় ৮৫ কিমি পর্যন্ত চলে যেতে পারে।
আগামী ২৯ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জনিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে ২৯ নভেম্বর দক্ষিণবঙ্গের দুই জেলা – দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এরপর ৩০ তারিখ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। এরপর ১ ডিসেম্বর বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। ২ তারিখ থেকে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
+ There are no comments
Add yours