৪কোটি টাকা আর্থিক দুর্নীতির তদন্তে BJP-র অর্জুন সিংকে তলব CID-র
৪ কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব করল সিআইডি। আগামী ১২ নভেম্বর বুধবার তাঁকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। বেলা ১১টায় হাজিরা দিতে বলা হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতাকে।
সূত্রের খবর, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন অর্জুন। সেই সময় কো-অপারেটিভ ব্যাঙ্কে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। ঘটনার তদন্তভার যায় সিআইডি-র কাছে। আর এই ঘটনাতেই এ বার অর্জুন সিংকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ১৩ তারিখ নৈহাটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর আগে তাঁকে তলব করা নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন এই বিজেপি নেতা। ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ তাঁকে ভোটের আগে তলব করা হয়েছে বলে দাবি করেন অর্জুন সিং।
যদিও অর্জুন সিংয়ের এই দাবির পাল্টা সরব হয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, ‘২০২০ সালে ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভে কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। ভুয়ো ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে লোন দেওয়া হয়। আর তা নিয়েছিলেন অর্জুন সিংয়ের এক অনুগামী। ২০২১ সালে এই অভিযোগে গ্রেপ্তার হন অর্জুনের ভাইপো পাপ্পু সিং। এ বার ওঁকেও তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হতে হবে।
+ There are no comments
Add yours