৬ লক্ষেরও বেশি সিম কার্ড ব্লক করেছে সরকার, সংসদে পরিসংখ্যান দিল স্বরাষ্ট্রমন্ত্রক

দেশে সাইবার অপরাধ দিনে দিনে বেড়ে চলেছে ৷ এই অবস্থায় কয়েক লক্ষ সিম কার্ড ব্লক করেছে কেন্দ্রীয় সরকার ৷ শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে, বুধবার সংসদে এই তথ্য জানাল স্বরাষ্ট্রমন্ত্রক ৷

প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার রাজ্যসভায় লিখিত জবাবে বলেন, “15 নভেম্বর, 2024 তারিখ পর্যন্ত পুলিশের রিপোর্টের ভিত্তিতে 6.69 লক্ষেরও বেশি সিম কার্ড এবং 1 লক্ষ 32 হাজার সংখ্যক মোবাইল শনাক্তকরণ করে আইএমইআই নম্বর ব্লক করেছে ভারত সরকার ৷”
দেশে ক্রমবর্ধমান সাইবার অপরাধে দেশের সব শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, জানান স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার ৷ এর মোকাবিলায় কেন্দ্রীয় সরকার কী ব্যবস্থা নিয়েছে ?

এই প্রসঙ্গে মন্ত্রী সংসদে জানান, দেশের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার-এ (14C) সাইবার ফ্রড মিটিগেশন সেন্টার (সিএফএমসি) তৈরি করা হয়েছে ৷ সেখানে গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের প্রতিনিধি, মধ্যস্থতাকারী অর্থনৈতিক প্রতিষ্ঠান, অর্থপ্রদানকারী সংস্থা, টেলিকম পরিষেবা প্রদানকারী, আইটি মধ্যস্থতাকারী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা একসঙ্গে কাজ করছেন ৷ যাতে সাইবার অপরাধের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা যায় ৷

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours