বেঙ্গালুরুর (Bengaluru) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ১০টি হলুদ অ্যানাকন্ডা (Anaconda)। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক যাত্রী। বেঙ্গালুরুর শুল্ক দপ্তরের তরফে এই মর্মে জানানো হয়, ভারতে বণ্যপ্রাণী পাচার অপরাধ। সেই আপরাধের জেরে অভিযুক্ত যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংকক বিমানবন্দরে সকলের চোখ এড়িয়ে বিমানে উঠেছেন তিনি। বেঙ্গালুরুতে সেই ব্যক্তির ব্যাগ চেকিং-এর সময়ে কর্মীদের নজরে আসে স্ক্রিনে ওই ব্যক্তির ব্যাগে অস্বাভাবিক কিছু আছে। হঠাৎ স্ক্রিনে সাপের ছবি ফুটে ওঠে। এরপরেই ওই যাত্রীকে আটক করা হয়।
বন্যপ্রাণী পাচারের জন্য ইতিমধ্যেই মামলা করা হয়েছে এবং অ্যানাকোন্ডাগুলিকে থাইল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে। তিনি ২০শে এপ্রিল রাত ১০.৪৪টায় ফ্লাইট নং এফডি -১৩৭-এ কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন। বর্তমানে বাজারে একটি বেবি ইয়েলো অ্যানাকোন্ডার মূল্য ৪০,০০০ থেকে ১ লাখ টাকার মত। সাপগুলি ২ ফুট এবং ২.৫ ফুটের মধ্যে এবং সেগুলিকে তুলো ব্যাগে মোড়ানো হয়েছিল এবং চেক-ইন ব্যাগেজে রাখা হয়েছিল।