শিয়রে সমন। লোকসভা নির্বাচনের (Loksabha Election) দিনক্ষণ ঘোষণা হয়নি কিন্তু এদিকে পয়লা মার্চ রাজ্যের সব জেলাতেই যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে দিল কমিশন। আগামী ১ মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৭ মার্চ আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জরুরি বৈঠক ছিল। আগামী ৩ মার্চ রাজ্যে আসবে কমিশনের ফুল বেঞ্চ।
নিয়ম অনুযায়ী, ভোট ঘোষণা হওয়ার পর রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসন কমিশনের হাতে যাওয়ার পরই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু এবার ঘটে গেল নজিরবিহীন ঘটনা। বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়, বাংলায় মার্চ মাসে মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে সেই তালিকাও প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যেই বেছে নেওয়া হবে সংবেদনশীল এলাকা। সেই অনুযায়ী বাহিনী মোতায়েন করা হবে।