আবহাওয়া দপ্তরের খবর রাজ্যের কয়েকটি জেলার ভারী থেকে অতিভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। রাজ্যবাসী আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ অগস্টের শেষ পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে l নিম্নচাপের ফলে বিপাকে জনজীবন ৷একদিকে গরম অন্য দিকে বর্ষায় রাজ্যবাসী ত্রস্ত৷ তবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর অনুভূতি থাকছে, বাতাসে জলীয় বাষ্পের প্রচুর পরিমাণে উপস্থিতির কারণে ৷ আলিপুর আবহাওয়া জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করে থাকা নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরছে ৷ এর প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, নদীয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হয়েছে ৷ উত্তরবঙ্গের মালদা ও কোচবিহারে ভারী বৃষ্টি হয়েছে ৷ বৃষ্টির উপর পর বৃষ্টিতে ত্রস্ত জনজীবন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours