আজ রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে ঘোষণা করা হল তৃণমূলের (Trinamool) প্রার্থী তালিকা। ৪২ প্রার্থীর নাম ঘোষণা করা হল তৃণমূলের তরফে জানানো হয়েছে। তালিকায় রয়েছে বেশ কিছু নতুন নাম। ২০১৯ সালে মিমি চক্রবর্তী, নুসরত জাহানের মতো তারকাদের নাম ঘোষণা করে চমক দিয়েছিল তৃণমূল। এবারও সেই তারকা চমক। টিকিট পাচ্ছে টলিউডের আর এক অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জনগর্জন সভাকে ঘিরে উৎসবের পরিবেশ আজ বাবুঘাট চত্বরে। জঙ্গলমহলের আদিবাসী মহিলা-পুরুষদের ধামসা মাদলের তালে নাচতে দেখা গেল। ব্রিগেডেও নৃত্য পরিবেশন করলেন তারা। ২৯টি মিছিল ব্রিগেডে আসার কথা। সব মিছিলে থাকছে পুলিশি নজরদারি। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, ইনডোর স্টেডিয়াম, শ্যামবাজার সহ বিভিন্ন জায়গায় থেকে বড় বড় মিছিল এসেছে এদিন। বিগ্রেড সভা স্থলে ৩ জন যুগ্ম কমিশনার ও ২১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার ছিলেন। একইসঙ্গে থাকছে QRT, ১১টি অ্যাম্বুলেন্স ও দমকলের ৪ ইঞ্জিন।
বক্তব্য শুরু করার আগেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি নেমে সবার মাঝে যেতে চাই।” এ কথা বলে র্যাম্পে হেঁটে যান মমতা। উপস্থিত জনগণের দিকে তাকিয়ে হাত নাড়েন তিনি। তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ প্রার্থীদের নাম ঘোষণা করবেন।
৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করছেন অভিষেক
কোচবিহার- জগদীশ বাসুনিয়া
আলিপুরদুয়ার- প্রকাশ চিক বড়াইক
জলপাইগুড়ি- নির্মলচন্দ্র রায়
দার্জিলিং- গোপাল লামা
রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
বালুরঘাট- বিপ্লব মিত্র
মালদহ উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়
মালদহ দক্ষিণ- শাহনওয়াজ আলি রহমান
জঙ্গিপুর- খলিলুর রহমান
বহরমপুর- ইউসুফ পাঠান
মুর্শিদাবাদ – আবু তাহের খান
কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
রাণাঘাট- মুকুটমনি অধিকারী
বনগাঁ- বিশ্বজিৎ দাস
ব্যারাকপুর- পার্থ ভৌমিক
দমদম- সৌগত রায়
বারাসত- কাকলি ঘোষ দস্তিদার
বসিরহাট- হাজি নুরুল ইসলাম
জয়নগর- প্রতিমা মণ্ডল
মথুরাপুর- বাপি হালদার
ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
যাদবপুর- সায়নী ঘোষ
কলকাতা দক্ষিণ- মালা রায়
কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া- সাজদা আহমেদ
শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়