সামনেই লোকসভা ভোট (Loksabha election) আর ঠিক তার আগেই সিএএ বিজ্ঞপ্তি জারি করা হল। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বছরের পর বছর ধরে যে প্রতিশ্রুতি মোদী সরকার দিয়েছিল সেটাই বাস্তবায়িত হল। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আজ এই ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে সিএএ প্রসঙ্গ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী কাল থেকে বাসিন্দারা আবেদন করতে পারবেন।।
পাকিস্তান, বাংলাদেশ, আফিগানিস্তান থেকে মানুষ ৩১শে ডিসেম্বর ২০১৪র আগে এসেছিলেন, তাঁরা কীভাবে নাগরিকত্ব পাবেন সেটা জানা যাবে। নির্দিষ্ট একটি ওয়েবসাইটে যেতে হবে তাঁদের। একজন ব্যক্তি পরিবারের বাকিদের জন্য় আবেদন করতে পারবেন। ২০১৯ সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ করা হয়েছিল। সেই সময়ই গোটা দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়। মূলত অবিজেপি রাজ্যগুলি থেকেই এই প্রতিবাদ বেশি হয়। অবশেষে ভোটের মুখে সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল।
২০১৪ সালের আগে ধর্মীয় বা অন্যান্য কারণে যারা এসেছেন তারা এবার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এটা নাগরিকত্ব দেওয়ার আইন। এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। ডিটেনশন ক্যাম্পে পাঠানোর আইন এটি নয়।