লোকসভা ভোটের দিনক্ষণ কবে ঘোষণা করা হবে জানাল নির্বাচন কমিশন

দেশের ৫৪৩টি লোকসভা আসনে নির্বাচন (Loksabha Election) হতে চলেছে। সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে ১৬ মার্চ, শনিবার। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই তথ্য জানাল নির্বাচন কমিশন। পরে সরকারি ভাবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয় । ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মতো কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই ভোটের দিনক্ষণও কাল ঘোষণা করা হবে। আগামিকাল দুপুর ৩টের সময় সাংবাদিক সম্মেলন করে এই নির্বাচনী দিন ঘোষণা করবে কমিশন। এরপর থেকেই দেশে জারি হবে নির্বাচনী আদর্শ আচরণ বিধি।

প্রসঙ্গত, আজ নির্বাচন কমিশনারের দু’টি শূন্যপদ পূরণ করা হয়। জ্ঞানেশ কুমার এবং সুখবীর সান্ধু সেই পদে দায়িত্ব গ্রহণ করেন। আর দুই আধিকারিক দায়িত্ব গ্রহণ করার কিছু পরই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার বিষয়ে তথ্য প্রকাশ করে কমিশন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author