শনিবার অর্থাৎ গতকাল গভীর রাতে ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের পুলিশ সুপার (Police super) অফিস সংলগ্ন বাইপাস রোড এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু। তিনজনের এই ঘটনায় মৃত্যু হয় বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানান নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে। এর ফলেই গাড়িটি একেবারেই ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা গাড়িতে থাকা তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের সকলকেই মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। মৃত্যু হয়েছে লিয়াকত শেখ (৩৪), একরাম শেখ (৬১) এবং সঞ্জয় মণ্ডল (৩৪) নামে তিনজনের।
গ্যাস ট্যাঙ্কারটির চালক আপাতত পলাতক। ইংরেজবাজার থানার পুলিশ ট্যাঙ্কারটিকে আটক করেছে। চালকের খোঁজ করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে মালদহ মেডিক্যাল কলেজে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মৃতদের পরিবারের সঙ্গে তিনি কথা বলেন। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভপ্রকাশ করেন। তারা বলেন, বাইপাস রোডে বেপরোয়াভাবে প্রচুর গাড়ি যাতায়াত করছে। ভারী যানবাহন অনুমতি না নিয়েই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকছে। ট্র্যাফিক পুলিশের নজরদারি নেই।