আর বেশি দেরি নেই লোকসভা নির্বাচনের (Loksabha election)। যদিও নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই বেশ কয়েক কোম্পানি বাহিনী চলে এসেছিল বাংলায়। কিন্তু বাংলার প্রথম দফায় ভোটের আগে আরও বাহিনী রাজ্যে আসবে কিনা, সেই সংক্রান্ত বিষয় নিয়ে সংশয় তৈরী হয়েছে কমিশনে। শনিবারই রাজ্যে আসছেন কমিশনের পুলিশ পর্যবেক্ষক। কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক বৈঠক করবে। বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি এসেছে।
এখনও পর্যন্ত বাংলায় ১৭৭ কোম্পানি বাহিনী এসেছে। প্রত্যেক রাজ্যকে বাহিনী কীভাবে দেওয়া হবে, দিল্লিতে এই নিয়ে বৈঠকে বসেছেন নির্বাচনী কমিশনের আধিকারিকরা। গোটা দেশে এক সঙ্গে ভোট, আর প্রথম দফা ভোট এপ্রিলে। সেক্ষেত্রে বাহিনী নিয়ে সংশয় তৈরি হয়েছে।
রাজনৈতিক মহল এই বিষয়ে বলছেন, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হয়, তাহলে সংখ্যাটা সাড়ে তিনশো কোম্পানি ছাড়াবে। যদিও সিইও রাজীব কুমার আগেই বলেছিলেন, গোটা দেশের সাথে বাংলায় নির্বাচন নির্বিঘ্নে ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য।