ট্রেন দুর্ঘটনা (Train accident) যেন কোনমতেই থামছে না। প্রতি মাসেই কিছু না কিছু লেগেই আছে। এর ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখের রেল পরিষেবা। শুক্রবার রাতে রাত ১০টার দিকে অসমের গোসাইগামের চৌতারায় ট্রেনের চাকা খুলে গিয়ে একটি চলন্ত মালবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। । দুর্ঘটনায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। আজ শনিবার দেরীতে চলছে বিশ কিছু ট্রেন। যার ফলে সমস্যায় পড়েছে যাত্রীরা।
রেল সূত্রে খবর ডাউন কাঞ্চনজঙ্ঘা, ডাউন অবোধ আসাম এই দুই ট্রেন প্রায় ৫ ঘন্টার বেশি লেট রয়েছে। সকাল ৬ টা থেকে জলপাইগুড়ি রোড স্টেশনে অনেকক্ষণ বসে রয়েছেন যাত্রীরা। নিত্যদিনের অফিস না থাকলেও কাজের খাতিরে মানুষকে যেতে হয় অনেকদূরেই। তাই এই অবস্থায় প্রত্যেকেই ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ।