‘মুখ্যমন্ত্রী পদে হবে বদল’ কেন এমন বললেন প্রাক্তন বিচারপতি

ফের একবার নিজের ভবিষ্যদ্বাণী শোনালেন তমলুকের (Tamluk) বিজেপি (BJP) প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তিনি দাবি করেন, দুর্নীতির অভিযোগ যেভাবে ঘিরে রয়েছে মুখ্যমন্ত্রীকে, তাতে আর বেশি দিন মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না তিনি। তিনি আরও বলেন, ‘এবার বিজেপি অন্তত ২৫টি আসন বাংলা থেকে পাবে।’ রবিবার সকালে তমলুকের সভায় প্রাক্তন বিচারপতি বলেন, ”বিজেপির আসন সংখ্যা ২৫টি। এই খবর শুধু আমরা নয়, মমতার কানেও নিশ্চয় পৌঁছেছে। নিশ্চয় পদত্যাগের তোড়জোড় করছেন। আর সম্ভব নয় এই রাজ্য চালানো। তাই মুখ্যমন্ত্রী বদল করতেই হবে।” তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরে গিয়ে তাঁরই এক নিকট আত্মীয়কে মুখ্যমন্ত্রীর পদ দেবেন।

এই বছর হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেওয়ার পর বিজেপির প্রার্থী হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিপক্ষে এবার ভোটে লড়ছেন তিনি। জোরকদমে চলছে প্রচার। তার এহেন মন্তব্যের পর তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ”গ্রীষ্মের দাবদাহে মাথার ঠিক নেই। তাই দিবাস্বপ্ন দেখছেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ভগবানের কাছাকাছি হওয়ার চেষ্টা করেছিলেন। আর আজ দুর্নীতিতে ডুবে থাকা বিজেপির কাছে গিয়েই আত্মসমর্পণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যগগণের সূর্য। তাঁকে সরানো সহজ নয়।”

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author