ভোটার বাড়ল, ইভিএমের সংখ্যা এক, কি বলছে কমিশন

১৯শে এপ্রিল শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন (Loksabha election)। কমিশনও নির্বাচন পরিচালনাকে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ (Gold standard) বলে আখ্যা দিয়ে ফেলেছে। বিরোধীরা অনেকবার দাবি তুলে এসেছে, ভোটে কারচুপি ঠেকাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ১০০ শতাংশ ভিভিপ্যাটের ব্যবস্থা করতে হবে। কিন্তু সে ব্যাপারে মুখ খুলছে না কমিশন। এই ভোটে কত সংখ্যক ভিভিপ্যাট ব্যবহার করা হচ্ছে সেটা জানাই যাচ্ছে না। ইভিএম-এর বিইউ আর সিইউ যোগ করলে ২০১৯-এ সংখ্যাটি দাঁড়ায় ৩৯.৬৫ লক্ষ। কমিশনের দেওয়া তথ্যেই এবার সেটা ৫৫ লক্ষ। সেখানে তৈরী হচ্ছে বড় প্রশ্ন।

গতবারের চেয়ে বেড়েছে মাত্র ১৫ হাজার ভোটদান কেন্দ্র। তবে কেন অতিরিক্ত ১৫.৩৫ লক্ষ ইভিএম প্রয়োজন হচ্ছে সেটা নিয়েই তৈরী হয়েছে সংশয়। ভিভিপ্যাট মেশিন যোগ করলেও গতবারের সঙ্গে হিসেব মিলছে না। গতবারের চেয়ে মোট সংখ্যাটি হয়ে যাচ্ছে ২.০৫ লক্ষ  কম। কমিশন বিস্তারিত হিসেব না দেওয়ায় হিসেব কোনমতেই মিলছে না।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author