গাছও হাঁটতে পারে শুনেছেন? দক্ষিণ আমেরিকার (South America) জঙ্গলে এক বিশেষ প্রজাতির উদ্ভিদ রয়েছে, যারা জায়গা বদল করতে পারে। এই কারণে ওই গাছটিকে বলা হয় ‘ওয়াকিং পাম’ (Walking Palm)। বিজ্ঞানের পরিভাষায় এই উদ্ভিদ প্রজাতির নাম হল ‘সক্রেটিয়া এক্সোরিজা’ বা ‘ক্যাশাপোনা’।
ইকুয়েডরের (Ecuador) রাজধানী কুইটো (Quito) থেকে ১০০ কিলোমিটার দূরে সুমাকো বায়োস্ফিয়ারেই রয়েছে এই ক্যাশাপোনা পাম গাছ। গত শতাব্দীর সত্তরের দশকের গোড়ার দিকে এই সংরক্ষিত অরণ্যে গবেষণা করতে গিয়ে এই উদ্ভিদের খোঁজ পান স্লোভাক ইনস্টিটিউট অফ সায়েন্সেসের গবেষক পিটার ভ্রানস্কি। তিনি দাবি করেছিলেন, এই নতুন উদ্ভিদটি স্থান পরিবর্তন করতে সক্ষম।