ভোটের ডিউটি করতে গিয়ে মহিলাকে শ্লীলতাহানি, গ্রামবাসীরা মিলিত হয়ে পেটাল
জওয়ানকে ঘেরাও করে গাছে বেঁধে ফেলেন গ্রামবাসীরা। তাকে প্রচুর মারধর ও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জঙ্গিপাড়া থানার পুলিশ। তারা সেই জওয়ানকে উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি আরও তিনজন আইটি বিপি জওয়ান সেখানে ছিলেন, তাদেরকেও সরিয়ে নিয়ে যায় পুলিশ।
যে মহিলার সঙ্গে অসভ্য আচরণের অভিযোগ উঠছে, তার চিৎকার চেঁচামেচিতে গ্রামবাসীরা জড়ো হয়ে যায় এবং সেই জওয়ানকে ব্যাপক মারধর করা হয়।
অন্যদিকে উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে কর্তব্যরত এক জওয়ানকে সরাল নির্বাচন কমিশন। ওই বি এস এফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। তৃণমুলের অভিযোগের ভিত্তিতে বি এস এফ কে সরাল নির্বাচন কমিশন
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.
You May Also Like
কেন্দ্রীয় সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
July 19, 2024
লোকসভা নির্বাচনে ভরাডুবি নিয়ে রাজ্য বিজেপি
July 17, 2024