মঙ্গলবার কলকাতায় শ্য়ামবাজার পাঁচ মাথার মোড় থেকে রোড শো করে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি বাগবাজারে মায়ের বাড়িতেও যান। সারদা দেবীর মূর্তির সামনে তিনি প্রণাম করেন। এদিকে তার এহেন অচতন নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরের সভা থেকে এই প্রসঙ্গে কটাক্ষ করেন অভিষেক।
২০১৯ সালের মে মাসে কলকাতায় অমিত শাহের রোড শো হয়েছিল। সেখানে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল। এবার সেই প্রসঙ্গ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ”মোদী আজ বিবেকানন্দর বাড়িতে গিয়ে তাঁর মূর্তিতে প্রণাম করবেন। কলকাতাবাসীকে অনুরোধ করব স্বামী বিবেকানন্দর বাসভবনে স্বামীজির মূর্তিকে বুক দিয়ে আগলে রাখবেন। সারদা মায়ের বাড়িতেও যাবেন মোদী। যে বিজেপির লোকেরা সারদা মাকে নিয়ে ব্যঙ্গ করেছে, ভোটের সময় সেই সারদা মায়েরই শরণাপন্ন হতে হচ্ছে।”
এবার ভোট মরশুমে বিজেপিকে কোণঠাসা করার জন্য সারদা মায়ের ছবির প্রসঙ্গ উল্লেখ করে বিজেপিকে একঘরে করার উদ্য়োগ নিল তৃণমূল।