দিল্লির (Delhi) উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি। যাওয়ার আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে গেলেন। অভিষেক একপ্রকার বিদ্রুপ করেই বললেন, ” আমি হাত জোড় করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলব, আপনারা এরকম ভবিষ্যৎদ্বাণী করতে থাকুন, আপ কি বার ২০০ পার করে, তো আমরা ২০০ পার করলাম, আপনারা বলবেন৩০ টা সিট জিতবেন, তো আমরা ২৯ সিটে জিতে এলাম। এইভাবে আপনারা ভবিষ্যৎদ্বাণী করতে থাকবেন।”
ইন্ডিয়া জোটের বৈঠকে এই মুহূর্তে নজর গোটা দেশের। মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে সন্ধ্যায় ইন্ডিয়া জোটের ২৭ বিরোধী নেতার বৈঠক রয়েছে। অন্যদিকে তৃতীয় বার সরকার গঠনের রণকৌশল নিয়ে বুধবার বৈঠকে বসছে এনডিএ। দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন জোট নেতৃত্ব। স্ট্র্যাটেজি কী হতে চলেছে এই সব প্রশ্নের উত্তর দিলেন না অভিষেক। তিনি বলেন, “আগে যাই, সবাই সমবেত হোক। কাল এত রাত পর্যন্ত কাউন্টিং চলেছে। ভোর চারটে পর্যন্ত কাউন্টিং চলেছে। এখনও অর্ধেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা দিল্লিতে এসে পৌঁছননি। আগে বৈঠকটা হোক। আমি ফিরে এসে সমস্ত প্রশ্নের জবাব দেব।”