ভোটের মধ্যেই স্টকমার্কেটে (stock market) বিনিয়োগের জন্য সরব হয়েছিলেন অমিত শাহরা (Amit Shah)। তারপরই ৪ জুন ভোটের ফলাফল প্রকাশ হতে স্টকমার্কেটে ধরাশায়ী অবস্থা প্রকাশ্যে আসে। ভোটের ফলাফল প্রকাশ হয়ছে ৪ জুন। তারপরই ৭২ ঘণ্টার মধ্যে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে টার্গেট করে রাহুল গান্ধী বিস্ফোরক অভিযোগ করলেন। কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী প্রশ্ন করেন, ‘স্টক মার্কেটে বিনিয়োগকারী পাঁচ কোটি পরিবারকে কেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুনির্দিষ্ট বিনিয়োগের পরামর্শ দিলেন? বিনিয়োগ পরামর্শ দেওয়া কি তাঁদের কাজ?’
রাহুল অভিযোগ করেন, দেশের ‘সবচেয়ে বড় স্টক মার্কেট দুর্নীতিতে’ অমিত শাহ ও নরেন্দ্র মোদী ‘সরাসরি’ অভিযুক্ত। রিটেল বিনিয়োগকারীরা ৩০ লাখ কোটি টাকা খুইয়েছেন। ঘটনার তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটির দাবি করেছে কংগ্রেস। সন্দেহের পারদ বাড়িয়ে রাহুল গান্ধী প্রশ্ন করেন, ‘কেন একই ব্যবসায়িক প্রতিষ্ঠানের আওতায় থাকা মিডিয়া হাউসকে তাঁরা সাক্ষাৎকার দেন, যে সংস্থা এমনিতেই স্টক নিয়ে কাটছাঁট ইস্যুতে সেবির নজরে রয়েছে?’ তিনি আরো বলেন, ‘বিজেপি, ভুয়ো এক্সিট পোলস্টার এবং সন্দেহজনক বিদেশী বিনিয়োগকারীরা যারা এক্সিট পোল ঘোষণার একদিন আগে বিনিয়োগ করে পাঁচ কোটি মানুষের বেতনের বিনিময়ে বিপুল মুনাফা করেছে তাদের মধ্যে কী সম্পর্ক? আমরা এ বিষয়ে জেপিসি (যৌথ সংসদীয় কমিটির আওতায় তদন্তের) দাবি করছি। ’
এই প্রেস কনফারেন্সে রাহুল দাবি করেন, ‘আমরা নিশ্চিত যে এটি একটি দুর্নীতি। কেউ ভারতীয় খুচরা বিনিয়োগকারীদের মূল্যে হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন এবং প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তা (স্টক) কেনার ইঙ্গিত দিয়েছেন। তাই আমরা আজ এ বিষয়ে তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি দাবি করছি।’