লোকসভা (Loksabha election) ভোট মিটতেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (byelection) ঘোষণা হতে চলেছে। এবারের ২০২৪-এর অষ্টাদশ লোকসভা ভোটে তৃণমূল এবং বিজেপি বাংলার অনেকগুলি কেন্দ্রেই দলীয় বিধায়কদের প্রার্থী করেছিল। তাঁদের অনেকে লোকসভা ভোটে জিতেছেন, আবার অনেকে হেরে গিয়েছে। দেখা যাচ্ছে রাজ্যের ১০টি বিধানসভায় উপনির্বাচন হতে পারে ।
৯টি বিধানসভার সঙ্গে যুক্ত হতে চলেছে কলকাতার মানিকতলা। সাধন পাণ্ডের মৃত্যুর পরে মানিকতলা বিধায়কহীন। বিজেপি নেতা কল্যাণ চৌবের করা মামলার জন্য উপনির্বাচন আটকে ছিল। কল্যাণের অভিযোগ ছিল, ২০২১ সালের ভোটগণনায় কারচুপি হয়েছিল। কল্যাণের সেই মামলা যদিও কিছুদিন আগেই আদালত খারিজ করে দিয়েছে। এই মুহূর্তে মানিকতলায় ভোট হতে আর কোনও আইনি জটিলতা নেই।