আর তিনদিন পরেই জামাইষষ্ঠী (Jamai sasthi)। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের শিলিগুড়িতেও (Siliguri) বাড়ছে আমের দাম। শিলিগুড়ির বিধান মার্কেটে হিমসাগর এবং ল্যাংড়া আমের দাম ছড়িয়েছে আশি টাকার উপরে। সব বাজারেই একই অবস্থা, যেহেতু জামাইষষ্ঠীর আগে এটাই শেষ রবিবার, আমের বাজারে ভীড় উপচে পড়ছে।
সকাল থেকেই মাছ এবং মাংস কেনা ছাড়াও মানুষ ভীড় করছেন আম কিনতে। যে যেভাবেই হোক না কেন আম কিনছেন। যদিও আমের দাম কমার কোন লক্ষণ নেই তবুও মানুষ ভীড় করছেন আমের বাজারে। সামর্থ অনুযায়ী তারা আম কিনছেন। শিলিগুড়ির সব বাজারেই সাধারনত এই সময় আমের দাম কিছুটা চড়া থাকেই। তবে এবারে আমের দাম অনেকটাই বেড়েছে বলে মনে করছেন বাজারে আম কিনতে আসা সাধারন মানুষ। আমের দাম বাড়ল কেন এত এর উত্তরে আমের দোকানদারেরা জানিয়েছেন প্রতিবছর যে পরিমানে আম শিলিগুড়িতে আসে এবারে তার পরিমান অনেকটাই কম, সেই কারনে বেড়েছে আমের দাম। এছারা স্থানীয় আমও সেভাবে বাজারে আসে নি, অন্য দিকে মালদার আম আসলেও প্রচণ্ড বেশী দাম। তাই বাজারে আমের চাহিদা অনেকটাই বেশী। তবে গত দুদিন থেকে আমের দাম কিছুটা হলেও নীচে নেমেছে। জামাইষষ্ঠীর আগে আরো কিছুটা কমবে আমের দাম আপাতত এই আশাতেই আছে সাধারণ মানুষ।